ডিআইজি প্রিজনস পার্থ গোপাল গ্রেপ্তার, বাসা থেকে জব্দ ৮০ লাখ

সিলেটের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজনস) পার্থ গোপাল বণিকের বাসা থেকে ৮০ লাখ টাকা জব্দ করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি টিম। জিজ্ঞাসাবাদ শেষে তাকেও গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২৮ জুলাই) বিকেলে ঢাকার ধানমন্ডির ভুতের গলিতে পার্থর বাসা থেকে ওই টাকা উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য জানান, দুদকের কাছে তথ্য ছিল পার্থ গোপাল বণিকের বাসায় অবৈধভাবে উপার্জিত নগদ সংরক্ষিত আছে। এমন তথ্যের ভিত্তিতে রোববার বিকেল চারটায় ধানমন্ডির ভুতেরগলিতে অভিযান চালিয়ে ৮০ লাখ টাকা উদ্ধার করা হয়।

দুদক সূত্রে জানা গেছে, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে সিলেটের ডিআইজি প্রিজনস পার্থ গোপাল বণিক ও জ্যোষ্ঠ জেল সুপার প্রশান্ত কুমার বণিককে রোববার সকাল দশটা থেকে দুদক কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। সিলেটে পদায়নের আগে চট্টগ্রাম কারাগারে দায়িত্ব পালন করেন পার্থ গোপাল বণিক।

গ্রেপ্তারের আগে পার্থ দাবি করেন, তার ওই ৮০ লাখ টাকা বৈধ। ৩০ লাখ টাকা শাশুড়ির দেওয়া আরক ৫০ লাখ টাকা সারাজীবনের সঞ্চয়।

এফএম/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm