চটগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নতুন উপ-উপাচার্য (একাডেমিক) হিসেবে নিয়োগ পেয়েছেন রসায়ন বিভাগের প্রফেসর বেনু কুমার দে। তিনি আগামী চার বছর উপ-উপাচার্যের দায়িত্ব পালন করবেন।
বুধবার (৫ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মো. মাহমুদুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। আগামীকাল সকাল ১০ টায় তিনি দায়িত্ব গ্রহণ করবেন।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর এর অনুমোদনক্রমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন ১৯৭৩ এর ১৪ (১) ধারা এক ধারা অনুসারে অধ্যাপক বেনু কুমার দে, অধ্যাপক, রসায়ন বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম-কে উক্ত বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (অ্যাকাডেমিক) পদে পাঁচটি শর্তে নিয়োগ দেয়া হলো।’
বিষয়টি চট্টগ্রাম প্রতিদিনকে নিশ্চিত করে বেনু কুমার দে বলেন, ‘আমাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি পদে নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় আমি দায়িত্ব গ্রহণ করবো।’
এমআইটি/সিপি