চট্টগ্রাম থেকে নিখোঁজ ভারতীয়র সন্ধান মিললো বালুছড়ার মন্দিরে
চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকা থেকে নিখোঁজ এক ভারতীয় ব্যবসায়ীর সন্ধান মিলেছে হাটহাজারী উপজেলার বালুছড়ার ইসকন মন্দিরে।
কালপিট নরেন্দ্র জেইন (৩১) নামে ওই ব্যবসায়ী ভারতীয় একটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে ব্যবসায়িক আলোচনা করতে ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠান বিএসআরএমের সদরঘাট কার্যালয়ে গিয়েছিলেন। সেখান থেকে শনিবার (৬ জুলাই) সকালে বের হওয়ার পর রাতে হাটহাজারী উপজেলার মেখলে পুন্ডরীক ধামে তাকে পাওয়া যায় বলে চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালী জোন) নোবেল চাকমা জানিয়েছেন।
তিনি বলেন, শনিবার সকাল দশটার দিকে নরেন্দ্র জেইন বিএসআরএম সদরঘাট অফিস থেকে বের হয়ে যান। তার মোবাইল ফোন বন্ধ থাকায় যোগাযোগ করতে না পেরে বিএসআরএমের সহকারী ব্যবস্থাপক (প্রশাসন) নুরুন্নবী তালুকদার সদরঘাট থানায় সাধারণ ডায়েরি করেছিলেন। তিনি পাঁচ ঘণ্টা মোবাইল বন্ধ করে ইসকন মন্দিরে প্রার্থনার জন্য যান। মোবাইল বন্ধ থাকাতে নিখোঁজ হয়েছে ভেবে একটি ডায়েরি করা হয়।
তিনি আরও বলেন, জেইন ধার্মিক প্রকৃতির লোক। তিনি কাউকে কিছু না বলে হাটহাজারীর ইসকন মন্দিরে চলে গিয়েছিলেন। রাত বারোটায় আমরা সেখান থেকে তাকে নগরীতে নিয়ে এসে প্রতিষ্ঠানের কর্মকর্তাদের কাছে তুলে দিয়েছি।
ভারতীয় হাই কমিশনের ব্যবস্থাপনায় রোববার (৭ জুলাই) তাকে ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছে।
এইচটি/এসএস